কৃষিতে সোনামুখী ইউনিয়নের জনগন পুরোপুরি সমৃদ্ধ না হলেও, এ এলাকাতে অনেক ভাল ভাল ফসল জন্মে,
যেমন ধান,পাট,আলূ,আখ,গম,ভুট্টা, সবজি, লালশাক,কুমড়া,শরিষা,তিল, পুইশাক ইত্যাদি ফসল চাষাবাদ করে এলাকার সাধারন জনগন কিছুটা হলেও লাভবান হচ্ছে।
সরকারী ভাবে আরও ভাল বীজ,সার,কীটনাশক ওষধ , উন্নত বীজ, পানি সরবরাহ করতে পারলে সোনামুখী ইউনিয়ন কৃষিতে আরও উন্নতি করবে বলে আমি আশা করি ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস