মুক্তিযোদ্ধা ভাতা
১নং সোনামুখী ইউনিয়ন পরিষদ
১। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২.০০০ টাকার উর্ধে নয়;
২। মুক্তিযোদ্ধা বলতে জাতীয়ভাবে প্রকাশিত ৪টি তালিকার কমপক্ষে দুটি তালিকায় অন্তর্ভূক্ত, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম অন্তর্ভূক্ত আছে বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কর্তৃক প্রকাশিত গেজেট বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা;
৩। এ ক্ষেত্রে কর্মক্ষম নন বা আংশিক কর্মক্ষম/ভুমিহীন/কর্মহীন/সহায় সম্বলহীন মক্তিযোদ্ধাগন অগ্রাধিকার পাবেন।
নিম্নে উল্লেখিত মুক্তিযোদ্ধাগণ মাসিক ২০০০/- টাকা ভাতা পেয়ে থাকে।
১নং সোনামুখী ইউনিয়নের মুক্তিযোদ্ধ্যা ভাতা ভোগীদের নামের তালিকা প্রকাশ করা হইল।
ক্রঃ নং | নাম | পিতা/স্বামীর নাম | গ্রাম | ইউনিয়ন |
১ | গাজী মোঃ মোস্তাফিজুর রহমান | মৃতঃ বাবর আলী মন্ডল | পাইকপাড়া | সোনামুখী |
২ | ’’ মোঃ খোষলেহাজ উদ্দিন মন্ডল | ’’ মোহাম্মদ আলী মন্ডল | স্থলবাড়ী | ঐ |
৩ | ’’ মোঃ মোকবুল হোসেন | ’’ খয়ের আলী আকন্দ | সোনামুখী | ঐ |
|
| |||
৪ | ’’ মোঃ আব্দুর রাজ্জাক | ’’ বাবর আলী সরকার | পাইকপাড়া | ঐ |
৫ | ’’ মোঃ মোজাম্মেল হক | ’’ কছিমুদ্দিন মন্ডল | পাইকপাড়া | ঐ |
৬ | ’’ মোঃ মোজাম্মেল হক | ’’ রইচ উদ্দিন মন্ডল | পারুল কান্দি | ঐ |
৭ | ’’ ডাঃ মোঃ শাহজান আলী | ’’ এস, এম মতিয়ার রহমান | রৌহবাড়ী | ঐ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS