কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে অবস্থিত ইছামতি নদী । নদী যখন তার ভরা যৌবন ফিরে পেয়েছিল ঠিক তখনকার এই চিত্রটি । যদিও এই দৃশ্যটি এখন আর নেই । আমাদের ইছামতি নদীর উপর এখন সেতু নির্মান করা হয়ছে। এলাকার হাজারো জনগন এক সময় এই নদীতে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ কর্ম সেরে নিত । এই নদীতে বর্তমান সরকার কয়েক দফায় নদী খনন কাজ করেছে, যার ফলে কিছুটা সময় পানি থাকে, কিন্তু সে রকম না, খনন কাজ ঠিকমত হলে নদী তার হারানো যৌবন ফিরে পাবে বলে মনে হয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS